আমাকে আমার মতো থাকতে দাও..
আমাকে আমার মতো থাকতে দাও..
আমাকে আমার মতো থাকতে দাওআমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি (x2)যেটা ছিলো না ছিলো না, সেটা না পাওয়াই থাকসব পেলে নষ্ট জীবনতোমার এই দুনিয়ার ঝাপসা আলোরকিছু সন্ধ্যার গুঁড়ো হওয়া কাঁচের মতোযদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাওদূরবীনে চোখ রাখবো না, না, না..এই জাহাজ মাস্তুল ছারখার,তবু গল্প লিখছি বাঁচবারআমি রাখতে চাই না আর তার,কোনো রাত দুপুরের আবদারতাই চেষ্টা করছি বারবার,সাঁতরে পাড় খোঁজার..কখনো আকাশ বেয়ে চুপ করেযদি নেমে আসে ভালোবাসা খুব ভোরেচোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়আশে-পাশে আমি আর নেইআমার জন্য আলো জ্বেলো না কেউআমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউএই স্টেশনের চত্বরে হারিয়ে গেছিশেষ ট্রেনে ঘরে ফিরবো না, না, না..এই জাহাজ মাস্তুল ছারখার,তবু গল্প লিখছি বাঁচবারআমি রাখতে চাই না আর তার,কোনো রাত দুপুরের আবদারতাই চেষ্টা করছি বারবার,সাঁতরে পাড় খোঁজার.. না, না..তোমার রক্তে আছে স্বপ্ন যতোতারা ছুটছে রাত্রিদিন নিজের মতোকখনে সময় পেলে একটু ভেবোআঙুলের ফাঁকে আমি কই ?হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতেযতো শুকনো পেঁয়াজকলি ফ্রিজের শীতেআমি ওবেলার ডাল ভাতে ফুরিয়ে গেছিগেলাসের জলে ভাসবো না, না, না..এই জাহাজ মাস্তুল ছারখার,তবু গল্প লিখছি বাঁচবারআমি রাখতে চাই না আর তার,কোনো রাত দুপুরের আবদার।তাই চেষ্টা করছি বারবার,সাঁতরে পাড় খোঁজার.. না, না..
By Anupam Roy
Collector Ranjit Kr. Biswas
Comments
Post a Comment