bangobandhu
" বাঙ্গালী হয়ে বাংলা ভাষার মাধ্য়মে মনের গভীরের না বলা কথা কিছু কথা বলতে এলাম।"
Ranjit Kr Biswas
আমার প্রথম আবেদন।
আজ গোটা বিশ্বে কোরোনা ভাইরাসের জন্যে সমাজ ভীত সন্ত্রস্ত,
তাই সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে ও জনবহুল জাগা থেকে সরে দাঁড়ানোর বিশেষ নিবেদন করছি।
এতে আপনার সাথে সাথে আপনার পরিবারও সুস্থ থাকবে। দয়া করে কথাগুলো অবহেলা করবেন না।
জনস্বার্থে প্রচারিত
Comments
Post a Comment